অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জাতিগত চেতনার উন্নয়নে ব্রতী হতে হবে: তথ্য ও সম্প্রচার সচিব

আজ সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল কর্মকর্তার সাথে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নবনিযুক্ত সচিব মোঃ মকবুল হোসেন বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জনগণ, গণমাধ্যম ও সরকারের মাঝে সেতুবন্ধের কাজ করে। স্পর্শকাতর এই কাজে প্রয়োজন সততা, নিষ্ঠা ও যত্ন। মন্ত্রণালয়ের সকলে একনিষ্ঠভাবে যার যার দায়িত্ব পালনের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি জাতিগত চেতনার উন্নয়নে ব্রতী হতে হবে ।
জাতিগত চেতনার উন্নয়ন ঘটাতে সক্ষম হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সচিব মোঃ মকবুল হোসেন।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজান-উল-আল, খাদিজা বেগমসহ কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।