খাদ্যসচিব নাজমানারাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার

ড. মোছাম্মৎ নাজমানারা খানুম চুক্তিতে আরও এক বছর খাদ্য মন্ত্রণালয়ের সচিব থাকছেন । তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। বিসিএস ১৯৮৬ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নাজমানারা দেশের প্রথম নারী বিভাগীয় কমিশনার। এর আগে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৯ সালের ১৮ ডিসেম্বর সচিব পদে পদোন্নতি দিয়ে তাকে খাদ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।
আজ রোববার (৬ জুন) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন অনুযায়ী ড. মোছাম্মৎ নাজমানারা খানুমকে তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৯ জুন অথবা যোগদানের দিন থেকে পরবর্তী এক বছরের মেয়াদে খাদ্য মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। এ নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও এতে বলা হয়।