অর্থ মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন শেরপুরের জেলা প্রশাসক

ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় সুদীর্ঘ দুই বছর নয় মাসের সফল জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব।তিনি শেরপুরে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগে উপসচিব হিসেবে পরবর্তী পদায়ন লাভ করেছেন।
আনার কলি মাহবুবের বিদায়ের সময় গতকাল ময়মনসিংহে বিভাগীয় কমিশনার মো: কামরুল হাসান কমিশনারের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তার পরবর্তী কর্মজীবনে সফলতা কামনা করেন।
এসময় সেখানে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা এবং ময়মনসিংহ বিভাগের অন্য তিন জেলার জেলা প্রশাসকরাও উপস্থিত ছিলেন।