South east bank ad

মুন্সীগঞ্জে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব

 প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৩:৫১ অপরাহ্ন   |   সচিব

মুন্সীগঞ্জে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব
মুন্সীগঞ্জে গতকাল ১৮ সেপ্টেম্বর শনিবার জেলার বিভিন্ন উপজেলার প্রাথমিক বিদ্যালয়সমূহ সরেজমিন পরিদর্শনসহ ছাত্র-ছাত্রী, শিক্ষকরা এবং শিক্ষা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার বিষয়ে মতবিনিময় করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম। 
এ সময় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী নাহিদ রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) স্নেহাশীষ দাশ, বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

BBS cable ad