এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের মাস্ক বিতরণ

আজ শনিবার ২৮ আগস্ট করোনাভাইরাস মহামারীতে বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, ঢাকা জেলা কর্তৃক অসহায়, দুস্থ মানুষের মাঝে স্বাস্থ্য সামগ্রী হিসেবে মাস্ক বিতরণ করা হয়। এসময় ঢাকা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইলিয়াস মেহেদী, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ জামাল হোসেন সহ ঢাকা জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থেকে এই কার্যক্রম পরিচালনা করেন।
এছাড়াও বিসিএস উইমেন নেটওয়ার্ক ( ১৭ তম বিসিএস) এর পক্ষ হতে করোনা মহামারিতে কর্মহীন মানুষকে ১,৫০০/- টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।
এসময় সায়লা ফারজানা, যুগ্মসচিব, স্থানীয় সরকার বিভাগসহ বিসিএস উইমেন নেটওয়ার্ক এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত থেকে এই অর্থ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
করোনা মহামারিতে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে এই কার্যক্রম পরিচালনা করা হয়।