দুই যুগ্ম সচিবকে বদলি, একজনকে প্রেষণে নিয়োগ

প্রশাসনে যুগ্ম সচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া একজন যুগ্ম সচিবকে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুল লতিফ এবং আবু কায়সার খান স্বাক্ষরিত দুটি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।
একটি প্রজ্ঞাপনে বলা হয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্ম সচিব মো. ইকবাল হোসেনকে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে সংযুক্ত তসলিমা আক্তারকে পল্লী উন্নয়ন ও সমাবয় বিভাগের যুগ্ম সচিব হিসেবে বদলি করা হয়েছে।
আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সংযুক্ত যুগ্ম সচিব ড. মো. সারোয়ার বারীকে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।