নন-ক্যাডারের ৯ জনকে উপসচিব হিসেবে পদোন্নতি

নন-ক্যাডার থেকে পদোন্নতি পাওয়া নয়জন সিনিয়র সহকারী সচিবকে উপসচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (২৩ মে) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। পদোন্নতির পর তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল্লাহ ও মো. মাসুদুর রহমান, আইডিএমসির সহকারী পরিচালক মো. সিদ্দিকুর রহমান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আলাউদ্দিন চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজাহান, নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজরুল ইসলাম উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. রেজাউল করিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত সিনিয়র সহকারী সচিব মো. শামসুল আলম এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আবু মনসুরকে উপসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।