বিসিআইসির চেয়ারম্যান পদে যোগ দিলেন শাহ্ মো. ইমদাদুল হক

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান পদে যোগ দিয়েছেন অতিরিক্ত সচিব শাহ্ মো. ইমদাদুল হক।
এছাড়া শাহ্ মো. ইমদাদুল হক বিসিএস (প্রশাসন) ক্যাডারে সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদানের পর মাঠ পর্যায়ে সহকারী কমিশনার, সিনিয়র সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বিভিন্ন জেলায় সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।