মুন্সীগঞ্জে সেবা সংযোগ ডেস্কের উদ্বোধন

মুন্সীগঞ্জে গতকাল সোমবার ১৪ জুন ২০২১ইং তারিখ সার্কিট হাউসের ঊর্ধ্বমূখী সম্প্রসারিত ভবন এবং জেলা প্রশাসকের কার্যলয়ে আসা সেবাপ্রার্থীদের সেবা সহজীকরণের জন্য 'সেবা সংযোগ' ডেস্কের উদ্বোধন করা হয়।
এই সেবা সংযোগ ডেস্কের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কে এম আলী আজম। এছাড়াও তিনি বাংলাদেশ এ্যাডমিনিসট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন মুন্সীগঞ্জ জেলার পক্ষ হতে গৃহহীন পরিবারকে মুজিববর্ষের উপহার হিসেবে দেওয়া ঘর পরিদর্শন করেন। তার এই পরিদর্শনের সময় অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।