পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২- এর টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত
৯ মে ২০২৩ ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২২ আয়োজন উপলক্ষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম-এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২২ এর আয়োজন সহ সম্ভাব্য খেলার তারিখ নির্ধারণ ও সামগ্রিক বিষয়ে প্রাথমিক আলোচনা হয়।
আলোচনা সভায় জনাব শাহিনা আমিন, অতিরিক্ত ডিআইজি, জনাব সাইফুল্লাহ আল মামুন, (জয়েন্ট কমিশনার) ডিএমপি, জনাব কাজী আশরাফুল আজিম, পুলিশ সুপার, নরসিংদী, জনাব হায়াতুল ইসলাম খান, (ডিসি) মতিঝিল, জনাব মোঃ জসিম উদ্দিন, (ডিসি) পিওএম, জনাব মোঃ মতিয়ার রহমান (ডিসি) পিওএম, কাজী শফিকুল আলম, পুলিশ সুপার, গাজীপুর সহ ডিএমপি ও বিভিন্ন ইউনিটের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।