পিরোজপুরে রেঞ্জ ডিআইজির বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন

পিরোজপুরে গতকাল মঙ্গলবার জেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ।
ডিআইজি এস এম আক্তারুজ্জামান আইনশৃঙ্খলাসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবা, অফিসার ইনচার্জ পিরোজুপর সদর ও নাজিরপুর থানা, জেলা পূজা উদযাপনে সংশ্লিষ্ট নেতারা, কমিউনিটি পুলিশিংয়ের নেতাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।