আইজিপি’র পক্ষে জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান

কোনো কারনেই, কোনো অজুহাতেই, কোনো উপলক্ষেই, কোনো স্বার্থেই, কোনো যুক্তিতেই ইতিহাসের নিকৃষ্টতম এমন হত্যাকান্ড ঘটতে পারে না। একটি শিশু, এক গৃহবধূ, একজন ভাই ও এক মায়ের কাছে এ আমাদের লজ্জা। অমোচনীয় এ লজ্জা বাঙালি জাতির মহান পিতার কাছে।
বিনম্র শ্রদ্ধা বাঙালি জাতির অবিসংবাদিত মহানায়ক ও তাঁর পরিবারের সদস্যসহ শাহাদাত বরণকারী প্রত্যেকের প্রতি।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আজ জাতির পিতার সমাধিসৌধে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ-এর পক্ষে গার্ড অব অনার, পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।
এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।