চট্টগ্রাম রেঞ্জ এর আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার) এর সভাপতিত্বে আয়োজিত জুলাই/২০২১খ্রিঃ মাসিক রেঞ্জ কনফারেন্সে সকল জেলার পুলিশ সুপার'গণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এবং মামলা নিষ্পত্তি, মাদক উদ্ধারসহ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিশেষ ভূমিকা রাখায় রেঞ্জাধীন বিভিন্ন জেলার অফিসারদের মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন।
একই সাথে মাদক উদ্ধার ও মাদক গ্রহণে নিরুতসাহিত করণে বিশেষ ভূমিকা রাখায় কুমিল্লা জেলার পুলিশ সুপার’কে বিশেষ সম্মাননা ক্রেস্ট উপহার দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোঃ আনোয়ার হোসেন, বিপিএম(বার), পিপিএম(বার)।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি(এ্যাডমিন) অতিরিক্ত ডিআইজি (ক্রাইম), অতিরিক্ত ডিআইজি(অপারেশন্স) সহ সকল পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার ও অন্যান্য অফিসারবৃন্দ।