স্যালুট দিয়ে ভাইরাল হওয়া সেই বাবা ও মেয়েকে সংবর্ধনা দিল রংপুর রেঞ্জের ডিআইজি
রংপুরে স্যালুট বিনিময় করা সেই বাবা ও মেয়েকে গতকাল বুধবার ১১ আগস্ট সংবর্ধনা দেওয়া হয়। স্যালুট বিনিময় করা সেই বাবা এসআই আব্দুস সালাম ও মেয়ে শাহনাজ পারভীন শাপলাকে সংবর্ধনা দেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য। সংবর্ধনাপ্রাপ্তরা হলেন- রংপুরের গঙ্গাচড়া মডেল থানার এসআই আব্দুস সালাম ও তার মেয়ে চিকিৎসক শাহনাজ পারভীন শাপলা বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাপ্টেন।
এই পুলিশ বাবা আর মেয়ের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল। ছবিতে দেখা গেছে, তারা একে-অপরকে হাত উঁচিয়ে স্যালুট করছেন। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গতকাল বুধবার দুপুরে রংপুর রেঞ্জ ডিআইজি অফিসে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলাকে সংবর্ধনা দেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য।
রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন ক্যাপ্টেন শাহনাজ পারভীন শাপলার হাতে। এসময় তার গর্বিত বাবা এসআই আব্দুস সালামও সঙ্গে ছিলেন।
দেশের সেবায় নিয়োজিত দুই বাহিনীর সদস্য বাবা ও মেয়ের স্যালুট দেওয়ার ছবির প্রশংসা করে ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বলেন, পুলিশের উপ-পরিদর্শক আব্দুস সালামের কন্যার সেনাবাহিনীতে চাকরি হওয়ায় আমরা গর্বিত। আমরা চাই দেশ সেবায় আদর্শ মানুষ হিসেবে ক্যাপ্টেন শাহনাজ পারভীন তার বাবার মুখ উজ্জ্বল করবেন। সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা।