শিরোনাম

South east bank ad

রংপুর রেঞ্জ আন্ত‌: জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৮:৫৩ অপরাহ্ন   |   রেঞ্জ পুলিশ

রংপুর রেঞ্জ আন্ত‌: জেলা ফুটবল  টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ
                
 দিনাজপুর জেলার পুলিশ লাইনস্ মাঠে জেলা পুলিশ দিনাজপুরের আয়োজনে জেলা পুলিশ দিনাজপুর বনাম জেলা পুলিশ কুড়িগ্রাম এর মধ্যকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ খেলায় জেলা পুলিশ দিনাজপুর দল জেলা পুলিশ কুড়িগ্রাম দলকে ৫-০ গোলে পরাজিত করে বিজয় লাভ করে ।
রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম । ডিআইজি উক্ত ফুটবল টুর্নামেন্ট শেষে বিজয়ী দল দিনাজপুর  জেলা পুলিশের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ।
    উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এবং দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার মোঃ শাহজাহান পিপিএম-সেবা, কমান্ড্যান্ট(এসপি)।
রংপুর রেঞ্জ আন্তঃ জেলা ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) ।
 এছাড়া উক্ত খেলায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসডি) মোঃ আসলাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুজন সরকারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাবৃন্দ।
BBS cable ad

রেঞ্জ পুলিশ এর আরও খবর: