ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইজিপি’র সাথে যুক্ত হলেন খুলনা রেঞ্জের ডিআইজি
আজ বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) ভিডিও কনফারেন্সের মাধ্যমে পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা-বাণিজ্য পরিচালনা, দেশের আর্থ-সামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে ১৪ জুলাই ২০২১ তারিখ মধ্যরাত হতে ২৩ জুলাই ২০২১ তারিখ সকাল ৬.০০ ঘটিকা পর্যন্ত সকল বিধি-নিষেধ শিথিল এবং করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় ২৩ (তেইশ) টি শর্তাবলী সংযুক্ত করে ২৩ জুলাই ২০১১ তারিখ সকাল ৬.০০ ঘটিকা হতে ৫ আগস্ট ২০২১ তারিখ দিবাগত রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত বিধি-নিষেধ আরোপ সংক্রান্ত সরকার কৃর্তক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। উক্ত ভিডিও কনফারেন্সে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) মোঃ নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা গণ।