বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাতে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ নেতারা

ভোলায় গতকাল বৃহস্পতিবার রাতে বরিশাল রেঞ্জের যোগদানকৃত নতুন ডিআইজি এসএম আক্তারুজ্জামানের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় লক্ষ্মী গোবিন্দ মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি ডিআইজি আক্তারুজ্জামান বলেন , আপনারা কেমন আছেন তা জানতেই আমি এসেছি। আমি মনে করি আপনারা ও আমরা সবাই মিলে সকল ভালো কাজগুলোকে এগিয়ে নিব। দৃস্কৃতিকারীরা কারো আপন হয় না। আমি তাদের মানুষ মনে করি না, যারা মানুষের ক্ষতি করে। এ সময় তিনি ভোলা জেলার অভিভাবক মুক্তিযুদ্ধের সংগঠক ভোলা-১ আসনের এমপি সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের প্রসঙ্গ তুলে ধরে বলেন, তিনি আমাদের স্বাধীনতার অংশ । তার ভোলায় শান্তির পরিবেশ বজায় থাকবে। এ কাজ আমাদের সকলের।
পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ, বরিশালের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ, জেলা নাগরিক কমিটির সহসভাপতি পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ , সাবেক জেলা শিক্ষা অফিসার প্রাণ গোপাল দে, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি গোপাল সাহা, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ রায় অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সহসভাপতি শিবু কর্মকার, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টার্ন ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওরাদার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শান্ত ঘোষ, সংগঠনের সম্পাদক জয় দে, মদন মোহান মন্দির কমিটির সভাপতি রাম কৃষ্ণ বনিক ( দুলাল) , সম্পাদক বিপ্লব পাল কানাই,বোরহানউদ্দিন পূজা উদযাপন পরিষদের সম্পাদক ঈন্দ্রজীৎ দে, লালমোহান পূজা উদযাপন পরিষদের নেতা পন্টি চন্দ,জেলা পূজা উদযাপন পরিষদের নেতা রাজন সাহা সহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।