ময়মনসিংহে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি
![ময়মনসিংহে ঘর প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি](https://administrativenews24.com/uploads/171801.jpg)
২০জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) এর উদ্বোধন করেন। এ উপলক্ষে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন, শেরপুর কর্তৃক আয়োজিত অনুষ্ঠান থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি ব্যারিস্টার মোঃ হারুন অর রশিদ, বিপিএম।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা জনাব আতিউর রহমান আতিক এমপি মহোদয় , বিভাগীয় কমিশনার মোঃ শফিকুর রেজা বিশ্বাস মহোদয়, জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।