বরিশালে গৃহ হস্তান্তর অনুষ্ঠান উদ্বোধন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি
আজ ২০জুন মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ২য় পর্যায়ে ৫৩ হাজার ৩৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগদান করেন বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান ।
উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটির মেয়র সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বরিশাল মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম),সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।