South east bank ad

ঘূর্ণিঝড় ‘মোখা’: উপকূলে প্রস্তুত র‌্যাবের ভ্রাম্যমাণ মেডিকেল টিম

 প্রকাশ: ১৩ মে ২০২৩, ১০:১৮ অপরাহ্ন   |   র‍্যাব

ঘূর্ণিঝড় ‘মোখা’: উপকূলে প্রস্তুত র‌্যাবের ভ্রাম্যমাণ মেডিকেল টিম
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা পরবর্তী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ভ্রাম্যমাণ মেডিকেল টিম প্রস্তুত রেখেছে র‌্যাব। এছাড়া ঝড় পরবর্তী উদ্ধার অভিযানে বিশুদ্ধ পানি ও শুকনা খাবার মজুদ রাখা হয়েছে। পাশাপাশি বৈরী আবহাওয়ার সুযোগে অপরাধ যাতে না বাড়ে এবং সীমান্তে দিয়ে মাদকের চালান না আসে সেজন্য সতর্ক রয়েছে বাহিনীটি

শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে এসব তথ্য জানানো হয়েছে।

বাহিনীর মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন  বলেন, আমাদের উপকূলীয় ব্যাটেলিয়ন যেমন- র‌্যাব-৭, র‌্যাব-৮, র‌্যাব-১৫, র‌্যাব-৬ ঝড় মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত আছে। কক্সবাজার ও চট্টগ্রামে আমাদের সদস্যরা সাধারণ মানুষকে সতর্ক করছে। তাছাড়া আমাদের যেসব গুরুত্বপূর্ণ সরঞ্জাম নিরাপত্তার আওতায় আনা দরকার সেগুলো করা হয়েছে। আর মোখা পরবর্তী যেকোনো দুর্যোগ মোকাবিলায় ঢাকার বিভিন্ন ব্যাটেলিয়ন প্রস্তুত আছে।

মঈন বলেন, আমাদের বিভিন্ন শুকনা খাবার মজুদ আছে। বিশেষ করে মোখা পরবর্তী ত্রাণ হিসেবে শুকনা খাবারের পাশাপাশি- খাবার স্যালাইন, ওষুধ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া র‌্যাবের যেসব ভ্রাম্যমান মেডিকেল টিম বিভিন্ন সময় দুর্যোগ মোকাবিলায় কাজ করেছে তাদের প্রস্তুত করা হয়েছে। তাছাড়া ঝড়ে উদ্ধার কার্যক্রমের জন্য বোট প্রস্তুত আছে।’

এছাড়া বৈরী আবহাওয়ার সুযোগে অপরাধ যাতে না বাড়ে এবং সীমান্তে দিয়ে মাদকের চালান না আসে এজন্য র‌্যাব বাড়তি সতর্কতা অবস্থায় আছে বলেও জানান কমান্ডার মঈন।

এদিকে একইদিন সন্ধ্যায় ঘূর্ণিঝড় মোখা মোকাবিলায় পুলিশ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে সদরদপ্তর। মোখা সংক্রান্ত যেকোনো সেবা গ্রহণের জন্য নিকটস্থ থানা অথবা ‘৯৯৯’-এ যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়।-ঢাকা টাইমস
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: