আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশের ৪ সদস্য
সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি ও স্থানীয় যুবলীগ নেতাকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক এসআইসহ চার পুলিশ সদস্য। পরে তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে পাঠানো হয়। শুক্রবার রাতে আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে চারজনের একটি দল আশুলিয়ার গোমাইল বাংলাবাজার এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র হত্যা মামলার আসামি ও ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল শিকদারকে গ্রেপ্তার করতে যায়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এসআই মনিরুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সদস্যদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসাপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে এসআই মনিরুল ইসলামের অবস্থা গুরুতর। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আর বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সরকারি কাজে বাধা ও পুলিশ কর্মকর্তাদের ওপর বর্বরোচিত এ হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল।


