South east bank ad

১৬ ঘণ্টায় ১০৩ অভিযোগ, ৬২টিই অপ্রাসঙ্গিক

 প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৯:৪৭ অপরাহ্ন   |   পুলিশ

১৬ ঘণ্টায় ১০৩ অভিযোগ, ৬২টিই অপ্রাসঙ্গিক
 

নারী নির্যাতন প্রতিরোধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স সোমবার (১০ মার্চ) বিকেল ৪টা থেকে হটলাইন চালু করে। হটলাইন চালুর পর গত ১৬ ঘণ্টায় ১০৩টি অভিযোগের কল পেয়েছে পুলিশ। এর মধ্যে ৬২টি অভিযোগ অপ্রাসঙ্গিক (যেমন কারও টেলিফোন নম্বর চাওয়া, বেসরকারি হাসপাতালের ডাক্তারের নাম ও মোবাইল নম্বর চাওয়া ইত্যাদি)।

মঙ্গলবার (১১ মার্চ) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর।

তিনি জানান, প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে যে-সব ক্ষেত্রে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ প্রয়োজন সেক্ষেত্রে সংশ্লিষ্ট থানার অফিসারকে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়। যেগুলোর ক্ষেত্রে তাৎক্ষণিক প্রতিকার প্রয়োজন হয়নি সেক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত পরামর্শ প্রদান করা হয়েছে।

হটলাইন নম্বরসমূহে (০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২) অপ্রাসঙ্গিক অভিযোগ না করার জন্য অনুরোধ করা হলো।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: