শিরোনাম

South east bank ad

ঢাকায় ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট শুরু

 প্রকাশ: ২৫ জানুয়ারী ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন   |   অন্যান্য

ঢাকায় ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট শুরু


 

 

 

কূটনৈতিক ও আন্তর্জাতিক কর্মকর্তাদের অংশগ্রহণে ঢাকায় শুরু হলো ৬ষ্ঠ অ্যাম্বাসি ফুটবল ফেস্ট। বিদেশী মিশন এবং আন্তর্জাতিক সংস্থার  ৩৫ টি দল ৪৩ টি ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করছে দুই দিনব্যাপী এই টুর্নামেন্টে ।

 

উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম।

 

এসময় উপস্থিত ছিলেন সৌদি এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি, ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আলেসান্দ্রো ডি মাসি, ফিলিপাইনের রাষ্ট্রদূত নিনা পি কেইনগলেট, ব্রিটিশ হাই

 

 

কমিশনের ডেপুটি হাই কমিশনার জেমস গোল্ডম্যান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক আলী হুসেন ফকির ।

 

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) ড. মো. নজরুল ইসলাম বলেন, এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, এটি সকল জাতির মধ্যে শান্তি, ঐক্য এবং পারস্পরিক শ্রদ্ধার বার্তা।

 

সৌদিয়া এয়ারলাইন্সের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সালমান আলালি বলেন,   উৎসবটির পাশে থাকতে পেরে সাউদিয়া গর্বিত।

 

শনিবারের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিবেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

 

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক বলেন, “বহুপাক্ষিক সম্পর্কের এক চমৎকার প্রদর্শনী এই আয়োজন।

 

ক্রীড়া কূটনীতিকে কেন্দ্র করে ফুটবল ম্যাচের মধ্যে দিয়ে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে ঐক্য, সংলাপ এবং সদ্ভাব বৃদ্ধিতে ভূমিকা রাখতে যাচ্ছে এই ফুটবল ফেস্ট।

BBS cable ad