South east bank ad

কর ফাঁকির প্রবণতা বন্ধ করা আমাদের লক্ষ্য: এনবিআর চেয়ারম্যান

 প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০১:৫৪ পূর্বাহ্ন   |   এনবিআর

কর ফাঁকির প্রবণতা বন্ধ করা আমাদের লক্ষ্য: এনবিআর চেয়ারম্যান
বিডিএফএন লাইভ.কম

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, কর প্রদান সহজীকরণ ও ফাঁকির প্রবণতা বন্ধ করা আমাদের লক্ষ্য। সেদিকে ধাপেধাপে এগোচ্ছি। আপনারা আস্থা রাখতে পারেন। চেষ্টা অব্যাহত থাকবে।

আজ রোববার (২০ মার্চ) দুপুরে হোটেল আগ্রাবাদে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত ২০২২-২৩ অর্থবছরের প্রাক বাজেট আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।  

এনবিআর চেয়ারম্যান বলেন, আমরা ব্যবসা বাণিজ্যের কিছু সমস্যা চিহ্নিত করার চেষ্টা করেছি। যুক্তিসঙ্গত প্রস্তাবনা বিবেচনা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- এনবিআর সদস্য (কাস্টমস নীতি) মো. মাসুদ সাদিক, সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমদ, সদস্য (মূসক নীতি) জাকিয়া সুলতানা। 

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খলিলুর রহমান আসন্ন বাজেটের জন্য একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন।

মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী বলেন, আগে কাস্টম হাউসে পণ্য ছাড় করতে ৫৪টি সই লাগত, তা ৮ সইতে নামিয়ে আনা হয়েছে। এনবিআরের একেকজন চেয়ারম্যান দেশের ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিতে যুগান্তকারী সিদ্ধান্ত কার্যকর করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
BBS cable ad

এনবিআর এর আরও খবর: