South east bank ad

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, গ্রেফতার ৩

 প্রকাশ: ৩১ মে ২০২১, ০৮:৩২ অপরাহ্ন   |   পৌরসভা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মারামারি, গ্রেফতার ৩
নগরের বাকলিয়া থানাধীন সৈয়দ শাহ রোডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ঘটনায় তিনজকে গ্রেফতার করেছে পুলিশ।   রোববার (৩০ মে) দুপুরে বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফ হোসাইন এ তথ্য জানান।


 
গ্রেফতার তিনজন হলেন- চান্দগাঁও থানার পুরাতন চারতলা সফুবার বাপের বাড়ির কামাল উদ্দীনের ছেলে মো.ইমন (২৪), মৃত নুরুল ইসলামের ছেলে মো.রাজু (২৫) ও রাহাত্তারপুল নেয়ামত আলী ছগির বাড়ির মো.নূরুল হকের ছেলে সরওয়ার্দী হোসেন বাদশা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে স্থানীয় ছাত্রলীগ নেতা মনির চৌধুরী ও  দেলওয়ার-সাহেদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে গত কয়েকদিনে বেশ কয়েকবার মারামারিতে জড়িয়েছে দুই গ্রুপ।  গ্রেফতার তিনজন দেলওয়ার ও সাহেদ গ্রুপের অনুসারী বলে জানা গেছে।  

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আরিফ জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের বিরোধ চলছিল। ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। উভয় পক্ষই থানায় মামলা করেছে।  

BBS cable ad

পৌরসভা এর আরও খবর: