South east bank ad

আলভির সাথে সাক্ষাতে পাকিস্তানকে ১৯৭১ সালের নৃশংসতার জন্য ক্ষমা চাইতে বললেন সালমানএফ রহমান

 প্রকাশ: ০৫ জুলাই ২০২৩, ০৮:৪৭ অপরাহ্ন   |   এমপি

আলভির সাথে সাক্ষাতে পাকিস্তানকে ১৯৭১ সালের নৃশংসতার জন্য ক্ষমা চাইতে বললেন সালমানএফ রহমান
প্রধানমন্ত্রী শেখ হাসিনার  বেসরকারি শিল্প খাত ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান একটি বৈঠকে মন্তব্য করেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হলে, পাকিস্তানকে ১৯৭১ সালে সংঘটিত নৃশংসতার জন্য ক্ষমা চাইতে হবে।

গতকাল রাতে (মঙ্গলবার) এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র হজ পালনের সময় মদিনায় পাকিস্তানের প্রেসিডেন্ট ড. আরিফ আলভির সঙ্গে বৈঠকে উপদেষ্টা এ মন্তব্য করেন।

সোমবার এক টুইট বার্তায় সালমান বলেন, “মসজিদে নববীতে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে এক আনন্দঘন সাক্ষাত হোলো। আমার ১২ বছর বয়সের সময় শেষবারের মতো আমাদের দেখা হয়েছিল। শৈশবের অনেক মধুর স্মৃতি রোমন্থন করেছি। আমি তাকে এসময়ে  বলেছি, দু’দেশের মধ্যে সম্পর্ক উন্নয়ন করতে হলে ১৯৭১ সালের নৃশংসতার জন্য পাকিস্তানের ক্ষমা চাইতে হবে। আমরা ওই পবিত্র স্থানে উম্মাহর কল্যাণের জন্য প্রার্থনা করেছি।”

অপরদিকে আরিফ আলভি এক টুইটে মদিনায় সালমান এফ রহমানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেছেন এবং বলেছেন, “মক্কা, মিনা ও মদিনায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তার ‘ভালো কথাবার্তা’ হয়েছে।” সালমান এফ রহমানকে ছোটবেলার বন্ধু বলে অভিহিত করে- আরিফ আলভি বলেন, ৬০ বছর পর দুই বন্ধুর দেখা হোলো।-বাসস
BBS cable ad