South east bank ad

সাংবাদিকরা জাতির বিবেক: সালাম মূর্শেদী এমপি

 প্রকাশ: ১৮ মার্চ ২০২২, ১২:৪২ অপরাহ্ন   |   এমপি

সাংবাদিকরা জাতির বিবেক: সালাম মূর্শেদী এমপি
বিডিএফএন লাইভ.কম

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্সেদী বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। বর্তমান সরকার সাংবাদিক বান্ধব সরকার।

গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকালে দিঘলিয়া প্রেসক্লাবের সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি শেখ হাবিবুর রহমান তারেকের সভাপতিত্বে দিঘলিয়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল আলম, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরী, দিঘলিয়া উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, ৪ নং সেনহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান জিয়া গাজী। 

দিঘলিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, এম ফরহাাদ কাদির, জামাল হোসেন, ওয়াসিকুর রহমান রাজিব, মোঃ আশরাফ হোসেন, শামীম হক, এসএম শামীম,সালাউদ্দিন বাবু,মনিরুল ইসলাম, রুপম,রানা মোল্লা, এসএম শামীম প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দিঘলিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মল্লিক মোকসুদুর রহমান খোকন।
BBS cable ad