জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে জাপা’র সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ
স্টাফ রির্পোটার
জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন গোলাম মোহাম্মদ কাদের।
তিনি বলেছেন, ‘রওশন এরশাদ নিস্তেজ অবস্থায় আছেন। বর্তমানে তিনি জীবন
মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। তাকে বিদেশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই।
বৃহস্পতিবার দুপুরে বেগম রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলে এসব তথ্য জানান গোলাম মোহাম্মদ কাদের।
তিনি আরও বলেন, ‘দীর্ঘদিন ধরে বেগম রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে। কিন্তু তিনি নিস্তেজ অবস্থায় আছেন।’
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। অবস্থার উন্নতি হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে গত ২৫ আগস্ট তাকে সিএমএইচের অফিসার্স ফ্যামিলি ওয়ার্ডের ভিভিআইপি কেবিনে স্থানান্তর করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে আবারও তিনি আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।