দেশের উন্নয়নের স্বার্থে সকলকে মিলেমিশে কাজ করতে হবে: সালাম মূর্শেদী এমপি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলছে। দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার প্রতি আনুগত্য স্বীকার করে আমাদের সকলকে মিলেমিশে কাজ করতে হবে।
রোববার (১৯ সেপ্টেম্বর) রূপসা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীর সাথে খুলনাস্থ রাজনৈতিক কার্যালয়ে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
রূপসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ সালাম, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ,ম আব্দুস সালাম ও মোঃ জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক মোঃ মোতালেব হোসেন।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল ইসলাম পরিচালনায় বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আইয়ুব মল্লিক বাবু, সৈয়দ মোরশেদুল আলম বাবু, নজরুল ইসলাম শেখ,মোঃ আরিফুর রহমান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ আকতার ফারুক, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, কামাল হোসেন বুলবুল, জাহাঙ্গীর শেখ, স ম জাহাঙ্গীর হোসেন, রবীন্দ্রনাথ বিশ্বাস, মোঃ আল মামুন সরকার, মোঃ ওয়াহিদুজ্জামান, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, এমপি প্রধান সমন্বয়ক সমন্বয়কারী ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, জেলা মহিলালীগের সাংগঠনিক সম্পাদক রিনা পারভীন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ্বাস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, জেলা শ্রমিক লীগের সিনিয়ার সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ মারুফ, সাবেক চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, জেলা শ্রমিকলীগ নেতা এইচ এম রোকন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস,নুর ইসলাম সরদার, ফরিদ শেখ, আজমল ফকির,সুব্রত বাগচী, যুব মহিলালীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার ও যুবলীগ নেতা শামসুল আলম বাবু, মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপজেলার প্রতিটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি,সাধারন সম্পাদক সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।