South east bank ad

শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২১, ০৩:২১ পূর্বাহ্ন   |   এমপি

শপথ গ্রহণ করেছেন নব-নির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান
একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে ২৩১ সিলেট ৩ থেকে আওয়ামী লীগ মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য হাবিবুর রহমান শপথ গ্রহণ করেছেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। শপথ অনুষ্ঠানে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ শেষে হাবিবুর রহমান এমপি রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
 
সূত্র-বাসস
BBS cable ad