কেন্দ্রীয় শহীদ মিনারে ইনামুল হকের মরদেহে শ্রদ্ধা
কেন্দ্রীয় শহীদ মিনারে বরেণ্য অভিনেতা ড. ইনামুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের মানুষ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ শহীদ মিনারে আনা হয়।
সেখানে বিশিষ্ট অভিনেতা, শিক্ষক, নাট্যকার ও নির্দেশক ড. ইনামুল হকের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বরেণ্য অভিনেতা আবুল হায়াতসহ নানা সংগঠন।