জিয়াউদ্দিন আহমেদ বাবলু'র মৃত্যুতে ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপসের শোক
জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
আজ শনিবার (২ অক্টোবর) এক শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "জিয়াউদ্দিন আহমেদ বাবলু একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ। তিনি দায়িত্ব পালনে সর্বদা বলিষ্ঠ ছিলেন। জীবনের বিভিন্ন পর্যায়ে বহুমুখী দায়িত্ব পালনকালে তিনি সেই বলিষ্ঠতার ছাপ রেখেছেন।তাঁর মৃত্যুতে বাংলাদেশ একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে হারালো।"
শোকবার্তায় ঢাদসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।