ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম এর মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর শোক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম আজ ৩০ আগস্ট, ২০২১ সোমবার ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ক্যাপ্টেন নওশাদ আতাউল কাইউম এর অকাল মৃত্যুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল সহ বিমানের সকল স্তরের কর্মীগণ গভীরভাবে শোকাহত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার পরিজন সকলের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানাচ্ছে।
আগামীকাল ৩১ আগস্ট বাদ জোহর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সকল মসজিদে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। মরহুমের মরদেহ যথাশীঘ্র দেশে আনার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পক্ষ থেকে প্রয়োজনীয় সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।