South east bank ad

বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক রাজিয়া বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৪:৫৭ অপরাহ্ন   |   শোক

বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক রাজিয়া বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী
আজ শনিবার ৩১শে জুলাই ২০২১ইং তারিখ বাংলাদেশের প্রথম নারী জেলা প্রশাসক, রাজবাড়ী জেলার সাবেক জেলা প্রশাসক এবং মহিলা ও শিশু মন্ত্রণালয় সাবেক ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগমের ১১তম মৃত্যুবার্ষিকী। 

২০১০ সালের এই দিনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হওয়ার আগে তিনি এক বর্ণাঢ্য কর্মজীবন অতিবাহিত করেন। 

১৯৮২ সালের ব্যাচে চাকরিতে যোগ দেওয়া বিসিএস প্রশাসন ক্যাডারের অত্যন্ত দক্ষ প্রশাসক এই কর্মকর্তা কর্মজীবনে নোয়াখালী, সিলেট, গাজীপুর প্রভৃতি জেলায় সুনামের সঙ্গে কাজ করেন। 
এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে তিনি উচ্চ পদে কাজ করে সততা ও সাফল্যের অনন্য নজির স্থাপন করেন। 

২০০১ সালের ২৮শে মার্চ তিনি রাজবাড়ী জেলার জেলা প্রশাসক হিসেবে যোগ দেন। জেলা প্রশাসক হিসেবে কর্মরত থাকাকালীন তিনি রাজবাড়ী জেলার উন্নয়নে পালন করেন অগ্রণী ভূমিকা। রাজবাড়ী জেলার আইনশৃঙ্খলা, সংস্কৃতি, ক্রীড়া, সার্বিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন প্রভৃতি ক্ষেত্রে সততা, দক্ষতা ও সুশাসনের অনন্য নজির স্থাপন করে তিনি স্থান করে নেন সাধারণ মানুষের হৃদয়ের মণিকোঠায়। 

রাজিয়া বেগমের মৃত্যুবার্ষিকীতে জেলা প্রশাসন, রাজবাড়ী এবং বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, রাজবাড়ী গভীর শোক ও শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।
BBS cable ad

শোক এর আরও খবর: