কুমিল্লা ৭ আসনের এমপি আলী আশরাফের মৃত্যুতে আইসিটি প্রতিমন্ত্রীর শোক
কুমিল্লা ৭ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এমপি।
আজ এক শোকবাণীতে প্রতিমন্ত্রী বলেন মো: আশরাফ ছিলেন একজন সৎ , দক্ষ ও আদর্শবান রাজনীতিবিদ। তার মৃত্যুতে জাতি একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা কে হারালো। যার অভাব কখনোই পূরণ হবার নয়।
তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ।