‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক’ ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন পারভেজ হাসান

শরীয়তপুর জেলার প্রাক্তন জেলা প্রশাসক জনাব পারভেজ হাসান বিভিন্ন ক্ষেত্রে অসামান্য উল্লেখযোগ্য কাজের জন্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ দলগত পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২৩ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য কাজের জন্য ২৮ জন কর্মকর্তা ও দুটি সরকারি দপ্তরকে পুরস্কার দেন।
বিভিন্ন ক্ষেত্রে জনপ্রশাসনের কর্মকর্তাদের দক্ষতা, মননশীলতা এবং উদ্ভাবনী প্রচেষ্টাকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে বিভিন্ন বিভাগে এই পুরস্কার দেয়া হচ্ছে।
জাতীয় পাবলিক সার্ভিস দিবস প্রতি বছর ২৩ জুলাই পালিত হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী সে সময় ইতালিতে সরকারি সফরে থাকায় ২৩ জুলাই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়নি।
পুরস্কার প্রাপকরা তাদের নামের শেষে টাইটেল হিসাবে “বিপিএএ” শিরোনাম ব্যবহার করতে পারেন। প্রত্যেককে একটি স্বর্ণপদক (১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রামসহ একটি প্রশংসাপত্র দেয়া হয়। ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ টাকা এবং দলগত অবদানের জন্য ৫ লাখ টাকা দেয়া হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচএন আশেকুর রহমান ও মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।
মোঃ পারভেজ হাসান। শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট। বদলি হওয়ার আগ মূহূর্ত পর্যন্ত তিনি ছিলেন- শরীয়তপুরবাসির কাছে একজন নিবেদিত প্রাণ।
তার অভূতপূর্ব সাফল্যে আলোকিত হয়ে উঠেছে শরীয়তপুর জেলা। ডিসি হিসেবে তিনি জেলার প্রশাসনিক, আইনশৃঙ্খলা ও ভূমি ব্যবস্থাপনাসহ শিক্ষা, সংকৃতি, আইনশৃঙ্খলা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে ব্যাপক কর্মসূচির মাধ্যমে পুরো জেলায় অভূতপূর্ব সাফল্য অর্জন করেছেন।
২২ তম বিসিএসের এ কর্মকর্তা শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
জেলা প্রশাসক পারভেজ হাসান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে বদলি হয়েছেন।