যমুনা নদীর ভাঙ্গন রোধে পানি সম্পদ মন্ত্রনালয়ের ব্যবস্থা গ্রহণ

গত কয়েকদিন যাবৎ চৌহালী উপজেলায় যমুনা নদীর বামতীরের ভাঙ্গন শুরু হয়। ভাঙ্গন শুরু হওয়ার পর পরই পানি সম্পদ মন্ত্রণালয় সেই এলাকা রক্ষাকল্পে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা গ্রহণ করে।
পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মল্লিক সাঈদ মাহবুব গত ০৮ জুলাই ২০২৩ শনিবার সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলায় যমুনা নদীর বামতীরের ভাঙ্গন কবলিত (খাষপুকুরিয়া, দেওয়ানগঞ্জ বাজার, সলিমাবাদ উওর, সলিমাবাদ দক্ষিণ, চর সলিমাবাদ, ভূতের মোড়, চর নাকালিয়া) এলাকাসমূহ পরিদর্শন করেন।