জাতীয় শোক দিবসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোকদিবস ২০২১ উপলক্ষে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি'র নেতৃত্বে আজ সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে প্রতিমন্ত্রীর নেতৃত্বে রাজধানীর বনানী কবরস্থানে মন্ত্রণালয়ের পক্ষ হতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব-সহ ১৫ আগস্টের শহিদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রতিমন্ত্রী এসময় শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ আবুল মনসুর, যুগ্মসচিব অসীম কুমার দে সহ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।