শিরোনাম

South east bank ad

দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান

 প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৮:১৮ অপরাহ্ন   |   মন্ত্রণালয়

দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালান
অবশেষে দেশে এসেছে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় চালানের টিকা। শনিবার (৩১ জুলাই) বিকেল ৩টার দিকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি বিমানযোগে অ্যাস্ট্রাজেনেকার সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

টিকাগুলো গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শাহজালাল বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামী ৩ আগস্ট একই সময়ে হংকংয়ের একটি বিশেষ ফ্লাইটে অ্যাস্ট্রাজেনেকার তৃতীয় চালানের মোট ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা দেশে আসবে।
BBS cable ad