পেট্রোলিয়াম করপোরেশনের নতুন চেয়ারম্যান আমিন উল আহসান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন আমিন উল আহসান। বর্তমানে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব পদে কর্মরত আছেন। তাকে সচিব পদে পদোন্নতি দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আমিন উল আহসানকে সচিব পদে পদোন্নতি দেওয়া হলো। নতুন দায়িত্ব হিসেবে তাকে পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান করা হিসেবে পদায়ন করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।