South east bank ad

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাঙালির সৃজনশীলতা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে : টেলিযোাগাযোগ মন্ত্রী

 প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ১২:৫২ পূর্বাহ্ন   |   মন্ত্রী

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বাঙালির সৃজনশীলতা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে : টেলিযোাগাযোগ মন্ত্রী
বিডিএফএন লাইভ.কম

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, বাংলাদেশের হস্তশিল্প  বিশেষ করে মসলিন, খদ্দর, তাঁত, হাতের কাজ, মৃৎ ও কাসার শিল্প কিংবা জামদানি  পৃথিবীতে বাঙালির সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত। 

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমাদের আবহমান সংস্কৃতিসহ সাধারণ মানুষের সৃজনশীলতা পৃথিবীর সামনে তুলে ধরতে হবে। এ  ব্যপারে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানে সরকার বদ্ধপরিকর।

মন্ত্রী আজ ঢাকায় শাহবাগে কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প  আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্ব যাত্রা‘ শীর্ষক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথিব বক্তৃতায় এসব কথা বলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী   ‘সৃজনশীল থাইল্যান্ড’ কর্মসূচির দৃষ্টান্ত তুলে ধরে বলেন, আমরা চাই  আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির মিশ্রনে উৎপাদিত পণ্য দেশীয় ও আন্তর্জাতিক বাজারে জনপ্রিয় ও গ্রহণযোগ্য করে তুলতে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ  প্রতিষ্ঠার অভিযাত্রা শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ পঞ্চম শিল্প বিপ্লবে নেতৃত্বের জায়গায় উপনীত হয়েছে এবং  উন্নত, সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরি করছে। 

মন্ত্রী  ডিজিটাল মার্কেটিংয়ের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ ও প্রশিক্ষণ লব্ধ জ্ঞান কাজে লাগিয়ে আমাদের ঐতিহ্যবাহী কারুশিল্প কিংবা হস্তশিল্পকে পৃথিবীব্যপী ছড়িয়ে দেওয়ার যে সুযোগ এসেছে তা কাজে লাগাতে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান জানান। 

তিনি বলেন বঙ্গবন্ধু ১৯৭৪ সালের সেপ্টেম্বর মাসে কারিকা বাংলাদেশের জাতীয় হস্তশিল্প প্রদর্শনীর উদ্বোধন করেন যা আমাদের হস্তশিল্প, মৃৎশিল্প, কারুশিল্পসহ লোক সংস্কৃতির বিকাশে তার অসীম পৃষ্ঠপোষকতার এক অনন্য দৃষ্টান্ত। মন্ত্রী বঙ্গবন্ধুর স্মৃতিধন্য কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডকে ডিজিটাল মার্কেটিং প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

 তিনি বলেন, বঙ্গবন্ধু সমবায়ের উপর গুরুত্ব দিয়েছেন। আপনারা সমবায়ের ভিত্তিতে কাজ করে এই প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিন। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য প্রতিষ্ঠানটির এগিয়ে নিতে হবে, একে ধ্বংস হতে দেয়া যাবেনা। আপনাদের প্রসারে সম্ভাব্য যেকোন সহায়তা করবো। ডিজিটাল প্রযুক্তির ক্ষেত্রে আপনাদের পাশে থাকবো বলে মন্ত্রী দৃঢ় প্রত্যয়  ব্যক্ত করেন।

এর আগে ফিতা কেটে মন্ত্রী কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের ‘হস্তশিল্প  আর ডিজিটাল প্রযুক্তির সম্মিলনে শুরু হোক বিশ্ব যাত্রা‘ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির উপদেষ্টা সাবেক অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম এবং কারিকা বাংলাদেশ হস্তশিল্প সমবায় ফেডারেশন লিমিটেডের চেয়ারম্যান জরিনা সাইদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি পণ্যর গুণগতমান , ডিজাইন ও ‌ ব্যবস্থাপনার ভূয়সি প্রশংসা করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: