ইসলামে মৌলবাদ, জঙ্গীবাদের কোন স্থান নেই: সাবেক তথ্যমন্ত্রী

শামীম আলম, (জামালপুর):
সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি বলেছেন, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলামে মৌলবাদ, জঙ্গীবাদের কোন স্থান নেই। ইসলামের নামে যারা জঙ্গীবাদ সৃষ্টি করে, মানুষকে হত্যা করে তাদের রুখে দিতে ধর্মপ্রাণ সকলকে এগিয়ে আসতে হবে।
১৯৯১ সালে হযরত শহীদ খাজার প্রথম দেওয়ানগঞ্জ- বকশীগঞ্জের এমপি নির্বাচিনে সহযোগিতা করেছিল। এই দরবার শরীফের সকল বিষয়ে তিনি খোজ খবর নেন।
গতকাল শনিবার (২৬ মার্চ) বিকালে, জামালপুর জেলার বকশীগঞ্জে আজমীরগঞ্জ দরবার শরীফে ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে হযরত খাজা গরীবে নেওয়াজ হাফিজিয়া ও ক্যাডেট সুন্নী আলীয়া মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর সাথে বিডিও কলে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আজমীরগঞ্জ দরবার শরীফের গদিনিশীল ডক্টর খাজা নাসিরুল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খাজা শাহী নেওয়াজ প্রমুখ ।
বকশীগঞ্জ উপজেলা ৩নং বাট্রাজোর ইউনিয়নে হযরত খাজা গরীবে নেওয়াজ হাফিজিয়া ও ক্যাডেট সুন্নী আলীয়া মাদ্রাসায় গতাকল ২৬ মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা, সারাদিন ছাত্র-ছাত্রীদের বিভিন্ন রকমের খেলাধুলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা বঙ্গবন্ধুর বক্তব্য তুলে ধরেন মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা।
সাবেক তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ এমপিসহ দেশ ও জাতীর উদ্যেশে দোয়া করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।