হাজারো প্রতিবন্ধকতা মোকাবিলা করে দেশ এগিয়ে যাচ্ছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বিডিএফএন লাইভ.কম
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, হাজারো প্রতিবন্ধকতা মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শুক্রবার (২৫ মার্চ) রাজধানীতে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা অর্জনের পর থেকে বাংলাদেশকে অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। স্বাধীনতাবিরোধীরা কখনো চায়নি এদেশ সামনের দিকে এগিয়ে যাক।
কিন্তু সেই সব বাধা-বিপত্তি অতিক্রম করে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পথে এগিয়ে চলেছে।
প্রতিমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের জন্য কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।
বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর মমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন সচিব কে এম আলী আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।