দ. আফ্রিকায় ইতিহাস গড়ায় টাইগারদের ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

বিডিএফএন লাইভ.কম
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদেরই বিপক্ষে প্রথমবারের মতো ঐতিহাসিক সিরিজ জয়ী বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি।
বাংলাদেশ ক্রিকেট দলের ঐতিহাসিক এ সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতেই বাংলাদেশ দল ইতিহাস গড়ে সিরিজ জয় করায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।
ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতা, আন্তরিক পৃষ্ঠপোষকতা ও সুনিপুণ দিকনির্দেশনা বাংলাদেশ ক্রমশঃ বিশ্ব ক্রিকেটে পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
প্রতিমন্ত্রী তাসকিন আহমেদ এবং তামিম ইকবাল ভূয়সী প্রশংসা করে বলেন, ‘অসাধারণ বোলিং নৈপুণ্যে প্রদর্শনের মাধ্যমে ৫ উইকেট শিকার করে দক্ষিণ আফ্রিকার ব্যাটি লাইনআপে ধস নামিয়ে দিয়েছে।
এছাড়াও অধিনায়ক তামিম ইকবালের সফল নেতৃত্ব ও দৃঢ়চেতা ব্যাটিং ঐতিহাসিক এ বিজয় অর্জন করতে অনবদ্য ভূমিকা রেখেছে। আমি তাদেরকে বিশেষ ভাবে অভিনন্দন জানাচ্ছি।’