শিরোনাম

South east bank ad

২০৪০ সালেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী

 প্রকাশ: ২৩ মার্চ ২০২২, ১২:০০ অপরাহ্ন   |   মন্ত্রী

২০৪০ সালেই তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য সরকারের: তথ্যমন্ত্রী
বিডিএফএন লাইভ.কম

২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এটি আর বেশি দূরে নয়।

গতকাল মঙ্গলবার (২২ মার্চ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্র (সিআইআরডিএপি) মিলনায়তনে ‘২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ অর্জন এবং অসংক্রামক রোগ (এনসিডি) প্রতিরোধে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

সেমিনারটির আয়োজন করে বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং।

তথ্যমন্ত্রী বলেন, দেশে ধূমপায়ীর সংখ্যা আগের চেয়ে অনেক কমেছে। মানুষ যেভাবে বাড়ছে হয়তো সংখ্যায় সেভাবে কমছে না। কিন্তু পার্সেন্টেজ অনুযায়ী ধূমপায়ীর সংখ্যা অনেক কমেছে। 

ধূমপায়ীর সংখ্যা কমার বড় কারণ হচ্ছে- প্রথমত, আমাদের আইন করা হয়েছে জনসম্মুখে ধূমপান করা যাবে না। দ্বিতীয়ত, ব্যাপক প্রচারণা হচ্ছে।

তিনি আরো বলেন, আমি খুবই আনন্দিত যে, একটা পার্লামেন্টারি ফোরাম হয়েছে যারা এগুলো নিয়ে কাজ করছেন। সরকারের লক্ষ্য হচ্ছে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়া। 

ড. হাছান মাহমুদ বলেন, যদি ক্যাম্পেইন ঠিকমতো না হয়, যদি আইনের প্রয়োগটা ঠিকমতো না হয় তাহলে আমরা লক্ষ্য অর্জনে ব্যর্থ হব। তথ্য মন্ত্রণালয় তামাকবিরোধী প্রচারণা চালিয়ে যাচ্ছে। 

বেসরকারি গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। সমন্বিতভাবে এ নিয়ে ক্যাম্পেইন চালাতে পারলে আমরা লক্ষ্য অর্জনে সফল হব। তামাক নিয়ন্ত্রণে জোর প্রচারণা দরকার।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: