শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধুর জন্য আমার মা ৯ মাস রোজা রেখেছেন: টেলিযোগাযোগমন্ত্রী

 প্রকাশ: ২২ মার্চ ২০২২, ০৫:৩২ পূর্বাহ্ন   |   মন্ত্রী

বঙ্গবন্ধুর জন্য আমার মা ৯ মাস রোজা রেখেছেন: টেলিযোগাযোগমন্ত্রী
বিডিএফএন লাইভ.কম

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (এনএসইউ) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার- পিআইডি

বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (এনএসইউ) আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার- পিআইডি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, যুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুর জন্য বাংলাদেশের এমন কোন মা ছিলেন না যারা দোয়া করেননি বা রোজা রাখেননি। 

আমার মা তার (বঙ্গবন্ধু) জন্য ৯ মাস রোজা রেখেছেন, সন্তান ফিরে আসবে না জেনেও নিজ সন্তানকে বঙ্গবন্ধুর ডাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন।

সোমবার রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে (এনএসইউ) বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে লেখা প্রায় পাঁচ হাজার বই আছে। 

তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা  ও আমার দেখা নয়াচীন তার (বঙ্গবন্ধুর) লেখক সত্ত্বার অনন্য পরিচয়ে ভাস্বর। গ্রন্থ তিনটির বিষয়বস্তু পর্যালোচনায় দেখা যায় তার সংগ্রাম, অধ্যবসায় ও আত্মত্যাগের মহিমা বর্তমান প্রজন্মের জন্যও অনুকরণীয়।

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, তোমরা অবশ্যই পৃথিবীর অনেক মহামানবের জীবনী অধ্যয়ন করবে। যে মানুষটি তোমাদের একটি দেশ দিয়ে গেছেন, যিনি ডিজিটাল বাংলাদেশের বীজ বপন করেছেন তাকে পাঠ করতে কখনো ভুলবে না।

তিনি আরো বলেন, ডিজিটাল যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রচলিত শিক্ষার ডিজিটাল রূপান্তর দরকার। তিনি শিক্ষার্থীদের আইওটি, রোবটিক্স, এআই, ব্লকচেইন পড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মোস্তাফা জব্বার মেধাসত্ত্ব রক্ষায় গুরুত্ব দিয়ে বলেন, ছাত্র-ছাত্রীরা যেন ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন করতে পারে সেজন্যও শিক্ষার্থীদের উৎসাহিত করতে হবে।

পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু কর্নার, জিম, পাঠাগার, ক্যান্টিন ও অন্যান্য স্থাপনা পরিদর্শন করেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি  বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এবং উপ-উপাচার্য অধ্যাপক ইসমাইল হোসেন বক্তৃতা করেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: