শিরোনাম

South east bank ad

দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

 প্রকাশ: ০৪ ফেব্রুয়ারী ২০২২, ০৩:২৯ পূর্বাহ্ন   |   মন্ত্রী

দুই সপ্তাহ বাড়ছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি: শিক্ষামন্ত্রী

করোনার সংক্রমণ বাড়ায় এর আগে ২১ জানুয়ারি থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে দুই সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত তা চলার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এই ছুটি আরো দুই সপ্তাহ চলবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

এর আগে শিক্ষামন্ত্রী বলেন, অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। জাতীয় পরামর্শক কমিটি আরো কিছুদিন দেখার পক্ষে মত দিয়েছে। এ পরিস্থিতিতে ছুটি আরো বাড়তে পারে। আমরা সবার সঙ্গে আলোচনা করে শিগগির সিদ্ধান্ত জানাব।

দেশে গত কয়েক দিনেই দৈনিক করোনা শনাক্ত ১৩ হাজারের ওপর থাকছে। করোনায় মৃত্যুর সংখ্যাও টানা চারদিন ধরে ৩০-এর উপরে রয়েছে। সবশেষ গতকাল (০২ ফেব্রুয়ারি) বুধবার সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ৩৬ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া নিয়ে পরামর্শক কমিটি ও সরকার দ্বিধায় রয়েছে।

অন্যদিকে অবস্থা যেমনই হোক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে ইউনিসেফ। সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে ইউনিসেফের আহ্বানকেও গুরুত্ব দিচ্ছে বলে জানানো হয়েছে। অবশ্য এ জন্য শিক্ষার্থীদের টিকাদান নিশ্চিত করতে চায় সরকার।

চলতি বছরের শুরুর দিক থেকে ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে টিকাদান শুরু করেছে সরকার।

করোনা সংক্রমণ রোধে গত বছরের ১৩ ডিসেম্বর ১১ দফা বিধিনিষেধ আরোপ করে সরকার। ২১ ডিসেম্বর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধসহ নতুন করে পাঁচ দফা নির্দেশনা আরোপ করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

দেশে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে ২০২০ সালের ৮ মার্চ। ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার।

প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত বছরের ১২ সেপ্টেম্বর প্রথমে স্কুল কলেজ, পরে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: