শিরোনাম

South east bank ad

ডেল্টা প্ল্যান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ০৯:১১ অপরাহ্ন   |   মন্ত্রী

ডেল্টা প্ল্যান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রীর শ্রেষ্ঠ উপহার : পানিসম্পদ প্রতিমন্ত্রী

স্টাফ রির্পোটার

পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেল্টা প্ল্যান ভবিষ্যৎ প্রজন্মের জন্য শ্রেষ্ঠ উপহার। বঙ্গবন্ধুর স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে দেশের পানি ব্যবস্থাপনায় এটি একটি অনন্য অবদান। ডেল্টা প্ল্যান বাস্তবায়নেই হবে জাতির সমৃদ্ধ ও নিরাপদ ভবিষ্যৎ।

বুধবার সকালে রাজধানীর গ্রিন রোডে পানি ভবনের হল রুমে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত ‘বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা-২১০০ বাস্তবায়নে পাউবোর চ্যালেঞ্জ ও উত্তরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, দেশের প্রথম শতবর্ষী পরিকল্পনা বাস্তবায়নে পানি উন্নয়ন বোর্ডের অগ্রণী ভূমিকা রাখার সুযোগ গৌরবের। প্রধানমন্ত্রীর অভীষ্ট লক্ষ্য অর্জনে আমাদেরকে আরো যোগ্য হতে হবে। ডেল্টা প্ল্যানের নির্দিষ্ট ৬টি অভীষ্টর সবগুলোই পানিসম্পদ মন্ত্রণালয় সংশ্লিষ্ট। এরই মধ্যে পানি উন্নয়ন বোর্ডে ডেল্টা ইউনিট প্রতিষ্ঠা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সভাপতি অধ্যাপক প্রকৌশলী মো. হাবিবুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মো. নুরুজ্জামান।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: