চারটি মেগাপ্রকল্প আগামী বছর উদ্বোধন করা হবে: সেতুমন্ত্রী

স্টাফ রির্পোটার
দেশে আগামী বছর চারটি মেগাপ্রকল্প উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার রাজধানীর একটি হোটেল করোনাকালীন শিল্প ও বাণিজ্য উন্নয়নে শেখ হাসিনার ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি এ অনুষ্ঠান আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, আগামী বছর আমাদের চারটি মেগাপ্রকল্প উদ্বোধন করা হলে দেশের চিত্র পাল্টে যাবে। তখন বাংলাদেশকে চেনাই যাবে না। এখন থেকে ১৩ বছর আগের কথা ভাবেন তো, কী ছিল বাংলাদেশে? আর এখন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বহু উন্নয়ন হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, শেখ হাসিনা আছেন বলেই এত কিছু সম্ভব হয়েছে। তিনি আছেন বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারে।
তিনি বলেন, রাজনীতি নিয়ে যারা ব্যবসা করে, তাদের ঘৃণা করি। সবাইকে নিয়ম-নীতি মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।
সভায় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমেদ সভাপতিত্ব করেন। এতে আরো বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআই এর সভাপতি মো. জসীম উদ্দিন প্রমুখ।