বেনাপোলে পরিচালক (ট্রাফিক) পদে নিয়োগ পেলেন উপসচিব মো. মনিরুজ্জামান

প্রায় আড়াই বছর পর দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে পরিচালক (ট্রাফিক) পদে নিয়োগ দেয়া হয়েছে উপসচিব মো. মনিরুজ্জামানকে। গত ৫ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। আগামী এক সপ্তাহের মধ্যে তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দরের খণ্ডকালীন সদস্য সৈয়দ জাহিদুল ইসলাম। এর আগে মো. মনিরুজ্জামান চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
এদিকে মো. মনিরুজ্জামানের আগে বেনাপোল বন্দরে একজনকে বন্দরের পরিচালক (ট্রাফিক) পদে নিয়োগ দেয়া হয়েছিল। নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা একদিনও কর্মস্থলে যোগ না দেয়ার ফলে প্রায় আড়াই বছর পরিচালকবিহীন চলেছে বেনাপোল স্থলবন্দর।
বন্দর ব্যবহারকারীরা জানান, বন্দরের তাত্ক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে পারেন না ভারপ্রাপ্ত পরিচালক। যেকোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে ঢাকার প্রধান কার্যালয়ের দিকে চেয়ে থাকতে হয়। সেখান থেকে দিকনির্দেশনা আসার পর কাজ হয় বন্দরে। এতে দ্রুত বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বাধা কাজ করত।